বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জামায়াতে ইসলামের ভোটমাত্র ৫–৬ শতাংশ। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘পানির ন্যায্যতা’ দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ ধর্মপ্রিয় হলেও তারা ধর্মান্ধ বা সাম্প্রদায়িক নয়। তিনি দাবি করেন, “গত নির্বাচনের হিসাব দেখলেই বোঝা যায়, জামায়াতে ইসলামী মাত্র পাঁচ-ছয় পার্সেন্ট ভোট পায়। রাতারাতি তা ৫১ শতাংশে উন্নীত হবে—এটা ভাবার কোনো কারণ নেই। জনগণ সহজে আপনাদের ভোট দেবে না, কারণ আপনাদের প্রতি তাদের বিশ্বাস নেই।”
তিনি আরও বলেন, পাকিস্তান আন্দোলন মুসলমানদের স্বার্থ রক্ষার লক্ষ্যেই হয়েছিল, কিন্তু জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদী সেই আন্দোলনের বিরোধিতা করেছিলেন। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন যে, ১৯৭১ সালে জামায়াত শুধু স্বাধীনতার বিরোধিতাই করেনি, বরং পাকিস্তানি বাহিনীর সঙ্গে সহযোগিতা করেছিল।
নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন কথা বলে আমাদের অবস্থান নড়বড়ে করা যাবে না।”
