বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন ভোটের জন্য হরি হরি হরি বোল, দাঁড়িপাল্লা টেনে তোল—এমন স্লোগান দিচ্ছে। এগুলো ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমেই দেখছেন আপনারা। আমি একটাও মিথ্যা বলছি না।”
শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
হারুনুর রশিদ বলেন, “আজ তারা বলছে ইসলামিক দলকে ভোট দেওয়া নাকি ইবাদতের অংশ। কোথায় দলিল? দলিল দিন। ধর্মকে নিয়ে রাজনীতি বা ব্যবসা করা ঠিক নয়।”
তিনি আরও স্মরণ করিয়ে দেন—বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেন এবং আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্রপরিচালনার মূলনীতি হিসেবে যুক্ত করেন। “এর চাইতে আর কী চান?”—প্রশ্ন রাখেন তিনি।
জামায়াত নেতাদের পূজামণ্ডপে যাওয়াসহ সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ধর্ম নিয়ে অতিরঞ্জিত বক্তব্য ও বিভাজন সৃষ্টি করে জনগণের মধ্যে হানাহানি শুরু হয়েছে। এ বিষয়ে ইসলামী বক্তাদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
পদ্মা নদীর পানি ইস্যুতে তিনি বলেন, “পদ্মার পানির ন্যায্য হিস্যা আমাদের অধিকার—এটা দয়া নয়। ভারত আন্তর্জাতিক নদী থেকে একতরফা পানি প্রত্যাহার করায় বন্যার সময় আমরা ডুবি, খরার সময় মরছি।”
