দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কুমিল্লায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪৪ কর্মীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।
পুলিশ সূত্র জানায়, ১৭ নভেম্বরের রায়কে কেন্দ্র করে শহরে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল একটি গ্রুপ। সাবেক এমপি বাহারের মেয়ে ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সুচির আর্থিক সহায়তায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা টমছম ব্রিজ, বাদুরতলা ও ঝাউতলা এলাকায় ব্যানার, লাঠি ও গ্যাসলাইটসহ ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়। পরে জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে আরও ১৫ জনকে আটক করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “নগরীর বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ ছাত্রলীগ নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে ২৯ জনকে আটক করা হয়েছে।”
পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন বলেন, “কুমিল্লায় আইনশৃঙ্খলা বিঘ্নের চেষ্টা যেকোনোভাবে প্রতিহত করা হবে। গতরাত ও ভোরে নাশকতার প্রস্তুতির সময় মোট ৪৪ জনকে আটক করা হয়েছে।”
