বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক ব্যক্তিকে ধমক দেওয়ার ১১ সেকেন্ডের ভাইরাল ভিডিও নিজের ফেসবুক আইডিতে শেয়ার করায় ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় ছাত্রদল বিষয়টিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হিসেবে আখ্যা দিয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোমানকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।”
৩২ বছর বয়সী খাইরুল ইসলাম রোমান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা। তিনি ২০১৮ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। সম্প্রতি বৃহত্তর ফরিদপুরের খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পদের পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে আলোচনা তৈরি করেন তিনি।
রোমান তার ব্যক্তিগত ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করার পর সংগঠনের ভেতরে সমালোচনার মুখে পড়েন, যা শেষ পর্যন্ত তার পদচ্যুতি পর্যন্ত গড়ায়।
