যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করে নাশকতার চেষ্টা হলে গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার বিকেলে বেতার বার্তায় তিনি এ নির্দেশ দেন বলে ডিএমপির অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
বিষয়টি জানতে চাইলে ডিএমপি কমিশনার জানান, “আমি ওয়্যারলেসে বলেছি—যদি কেউ বাসে আগুন দেয়, ককটেল ছুঁড়ে জীবনহানির চেষ্টা করে, তাকে গুলি করতে। আইনেও এর সুযোগ রয়েছে। পুলিশের গাড়িতে আগুন দিলে বা ককটেল নিক্ষেপ করলে পুলিশ বসে থাকবে না।”
এর আগে গত সপ্তাহেই চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ একই ধরনের নির্দেশনা দিলে তা নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এদিকে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার আশঙ্কা থেকেই ডিএমপির এ কঠোর নির্দেশনা এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পুলিশ বলছে, জননিরাপত্তা নিশ্চিত করতে আইন অনুযায়ী প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে।
