শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী রোডে বনরানী রিসোর্টের সামান্য সামনে ঝোপের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পথচারীদের চোখে পড়লে তারা বিষয়টি ঝিনাইগাতী থানা পুলিশকে জানান।
পথচারীরা জানান, সড়কের পাশের ঘন ঝোপের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখা যায়। লাশে পচন ধরায় ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, মৃত ব্যক্তি অজ্ঞাত পরিচয়ের এক নারী। পরিচয় নিশ্চিত না হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঝিনাইগাতী থানা পুলিশ জানায়, মৃত্যুর কারণ উদঘাটন ও পরিচয় শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।
