সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সদ্য যোগদানকৃত তারেক হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াত নেতা অধ্যক্ষ ইজ্জত উল্লাহ নবাগত ইউএনওর সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে উভয়ই তালা উপজেলাকে একটি সুখী, সমৃদ্ধশালী, মাদক মুক্ত এবং দুর্নীতি মুক্ত সমাজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একযোগে কাজ করার দৃঢ় অভিব্যক্তি প্রকাশ করেন। তারা এই অবহেলিত জনপদকে সামনের দিকে এগিয়ে নিতে প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। এ বিষয়ে উভয়ই সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
এ সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা যুব জামাতের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাংবাদিক মতিউর রহমান সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
