চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আমিনুল ইসলামের ৪২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জেলার রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাধানগর ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সঙ্গে উঠান বৈঠকে তিনি বলেন—
“দুইদিন পর বিএনপি সরকার গঠন করবে। তখন কথা বলার মানুষই থাকবে না। আমি যা বলবো তাই আইন, আল্লাহর হুকুম।”
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতারা অস্বস্তিতে পড়েন।
নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন বলেন,
“এ ধরনের বক্তব্যে আমরা বিব্রত। আমরা বিষয়টি কেন্দ্রে জানাবো।”
বিষয়টি নিয়ে আমিনুল ইসলামের মন্তব্য জানতে তাকে ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।
