জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ শাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার গুনারিতলা ইউনিয়নের বাকুরচর ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাম সোহেল মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলতে গিয়ে শিশুটি অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে তাকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু রায়হান বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
স্থানীয় এলাকায় শিশুটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
