নওগাঁর পত্নীতলা সীমান্তে ১৪ বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেল ও ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে।
১৪ বিজিবি সূত্রে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ১৪০০ ঘটিকায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৭-এস থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে ফার্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ২৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ চোরাকারবারী মোঃ শহিদুল ইসলাম (৪০)-কে আটক করা হয়। তিনি মৃত কমেজ উদ্দিনের পুত্র এবং নওগাঁ জেলার ধামইরহাট থানার বীরগ্রাম এলাকার বাসিন্দা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১,০৪,৬০০ টাকা।
