নওগাঁয় র্যালি, আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদানসহ বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদসহ অন্যান্য কর্মকর্তারা।
আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পর্যায়ের অদম্য নারী হিসেবে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন:
শামিমা খানম (অর্থনৈতিক সাফল্য অর্জন) – নওগাঁ সদর
সেলিনা খানম (শিক্ষা ও চাকরিতে সাফল্য) – পত্নীতলা
মোমেনা বিবি (সফল নানী) – রানীনগর
উম্মে সালমা ইসলাম (নির্যাতন জয়ী নারী) – সাপাহার
রফিজা (সমাজ উন্নয়নে অবদান) – সাপাহার
ছাবেরা আক্তার তিথি (নির্যাতন জয়ী নারী) – নওগাঁ সদর
আসমা আক্তার (সমাজ উন্নয়নে অবদান) – নওগাঁ সদর
